অলৌকিক দৃশ্যের সৃষ্টি হল
ওই লৌকিক অযোধ্যায়;
সংবাদ পরিবেশনের অপূর্ব ধারা
শুনলাম সিএন বাংলায়।
অতীতের গল্পকে সত্য করতে
লাগে কত উপকরণ;
এমন দৃশ্য দেখে নাই কখনও
অনন্য প্রযুক্তির বরন।
অর্থসংকট একটা বড় বাধা
যাহা অযোধ্যায় ছিল না;
রাষ্ট্রশক্তি ছিল তার পশ্চাতে
ছিলনা যোগানোর ভাবনা।
যে দেশে চেতনায় ১৫ শতাংশ
৮৫ শতাংশই অচেতন;
ধর্মের সুরসুরি লাগবেই হেথা
না বলার আছে কি কারণ?
দুশত বছর ইংরেজ শাসন
হলো স্বাধীনতা তারপর;
হাজার বছর ধর্ম ঔপনিবেশ হলে
কি করবে মনের জোর?
মনুষ্যত্ববাদ আসবে কবে হেথা
ভাবি ও ভাবাতে চাই;
তখন দেশ ও সমাজ কেমন হবে
পারি কি করিতে যাচাই?
২৪ বছরে ভারতবর্ষ তিন টুকরো হলো
তবে হাজার বছরে হবে কি?
ধর্ম জাতপাত আর ওই মনুষ্যত্ববোধ
হবে না ঘরের ঝি?
৭ই মাঘ,১৪৩০,
ইং ২২/০১/২০২৪,
সোমবার বিকেল ৪:০৪। ২০/৭৮, ২৮/০১/২০২৪।