দিনের আলো নিভে যাবে
সন্ধ্যা আসবে নেমে;
রাত পেরিয়ে আসবে দিন
হয়তো আঁধার ঘিরে।
আলো ঝলমল যে দিনটায়
দাঁড়িয়ে তুমি আছো;
পরের দিনটা তেমনই হবে
বলতে কি তা পারো?
আজ যারে দুঃখ দিলে
সে কাল হাসবে না?
কোন আনন্দে আছো তুমি
একটু ভাববে না?
আজকের দিনই দিন নয়
আরও যে দিন আছে;
তোমার হাসি মিলিয়ে যাবে
তাহার হাসির কাছে।
৭ই ভাদ্র, ১৪৩১,
ইং ২৪/০৮/২০২৪,
শনিবার সকাল ৯:১৭। ২৪৭২, ২২/১১৮,
২৫/০৮/২০২৪।