এই পৃথিবীতে জ্ঞানীরাই বুঝি বোকা সবাই
নিজের কথা ছেড়ে নেয় পরের কথায় ঠাঁই।
মানুষ যারা মানবিক তারা সত্য বলে জানি
পরের আনন্দে সুখ বেশী আমরা তাই মানি।

ওই মনুষ্যত্ব আছে বলেই আমরা মানুষ ভাই
মনুষ্যত্বকে হারিয়ে দেখো অমানুষকে পাই।
এই সমাজে যতটুকু সুখ আমরা দেখি আজ
বোকাদেরই আত্মত্যাগের এটাই বড় কাজ।

চালাকরা সব মানুষ ঠকায় নিজের স্বার্থ দেখে
পরিনামে কি মেলে? অভিজ্ঞতায় একটু শেখে।
পাওয়ার চাইতে দেওয়ায় সুখ বোকারাই জানে
ঐ আত্মত্যাগেই সব আনন্দ এই পৃথিবী মানে।

জ্ঞানীগুণী দার্শনিকরা আর বিজ্ঞান সেবায় যারা
নিজের জীবন করে দান পরের সুখে সুখী তারা।
বোকাদের ছাড়া জগত সংসার বাঁচতে পারে না
বোকাদেরই জন্ম দিয়েছে বোকা গর্ভধারিনী মা।

৬ই কার্তিক, ১৪৩১,
ইং ২৩/১০/২০২৪,
বুধবার সকাল ১০:১৬। ২৫৩২, ২৩/৬২,
২৪/১০/২০২৪।