লক্ষ যুগের অতীত এনে
চাই দিতে চাই এই ক্ষণে ।
সেই সনাতন শুরুর দিনে
ছিলাম আমরা একই মনে;
আজ কেন পৃথক আমরা
জনে জনে বিভেদ টেনে?
ভাঙতে আমরা চাই শুধু চাই
জ্বালিয়ে সব করলাম যে ছাই
আপন করলাম পর যে তাই
চেতনার চৈতন্য আর বাকি নাই।
কষ্টে বক্ষ ভাসাই অশ্রু জলে
বলো কোথায় গেলে তারে পাই?
ওই পূর্ণ হৃদয় শূন্য করে
কোন আবেশে রাখছি ধরে?
একা রইলাম পরে আপন ঘরে
সেই আলো থেকে অনেক দূরে;
আর কতকাল হারিয়ে চেতন
আঁধার পথে বেড়াবো ঘুরে?
সময় এলো সময় এলো
এবার সবাই চক্ষু মেলো।
আঁধার ঠেলে এনে আলো
মুক্ত আলোয় হৃদয় খোলো;
বুকে বুকে বুক মিলিয়ে
আনন্দেতে সবাই চলো।
৫ই মাঘ, ১৪২৯,
ইং ২০/০১/২০২৩,
শুক্রবার সকাল ৬:৩৮। ২২৫৪, ১৭/১৩, ২১/০১/২০২৪।