অহং বোধে ধ্বংস আনে
সত্য সরে যায়;
ঐ বিপদ এলে তারপরে
নেয় না কেউ দায়।

পরম সত্য বোঝে যখন
থাকে না সময়;
অহং বোধের শাস্তি সে
শেষ জীবনে পায়।

দেখেও আমরা শিখি না
বোধের বড় অভাব;
উন্মদের ন্যায় আত্মশ্লাঘা
এটাই তার স্বভাব।

৪ঠা কার্তিক, ১৪৩১,
ইং ২১/১০/২০২৪,
সোমবার সকাল ৮:৫৪। ২৫৩১, ২৩/৫৮,
২৩/১০/২০২৪।