জাগো জগত জাগো
চিত্তের চেতনা মাগো।
সত্যের খেলা চলে
প্রাণের কথা বলে।
আগুন জল নদী
মিলন হয় যদি।
শান্ত শীতল রবে
আনন্দ সবাই পাবে।
জলের অভাব হলে
আগুন যাবে বেড়ে।
ফোসকা পড়ে যাবে
কষ্ট সবার হবে।
নীতি যেন সতী
আর ভ্রষ্টচারে মতি
অশান্তিতে ভাসে
কষ্ট তাঁদের আসে।
দেখো তাকিয়ে হেথা
হবে না ভাবনা বৃথা
সত্য আসে ধীরে
ব্যথায় রাখে ঘিরে।
আঁধারের পরে আলো
প্রদীপ শিখা জ্বালো
হবেই ভাস্বর সব
শুনবে পাখির কলরব।
ওই প্রাণের উচ্ছলতা
চেতনার সেই কথা
আমার তোমার সবার
সময় এলো ভাবার।
স্বচ্ছ সুন্দর দৃষ্টি
গভীর মনের সৃষ্টি।
দক্ষিণা বাতাসে ভেসে
বসন্ত যদি আসে।
পলাশ পারুল জুই
প্রাণের বন্ধু তুই
বীথি সাল সেগুন
প্রেমের কণ্ঠ ফাগুন।
যে প্রেমিক হতে চায়
থাকে না তার ভয়।
আগুন জলের খেলা
ভাসিয়ে প্রেমের ভেলা।
নাই যে তাহার কূল
না করিলে ভুল।
বাঁশরীর সেই ভাষা
প্রাণে জাগায় আশা।
আত্মায় আত্মায় মিলন
দেয় পরিচয় চলন।
বনবীথি হয় মুখ্য
নিরালা খোঁজে সখ্য।
না বলা মনের কথা
নয়ন প্রকাশে ব্যথা।
দেহের পরশে তাই
স্বর্গ সুখের ঠাঁই।
শান্তি যাহারে কয়
নয় জীবনের পরাজয়।
চেতনায় জাগিলে পরে
সকল দুঃখ হরে।
আগুন জলের খেলা
জন্ম মৃত্যুর মেলা।
ভাসায় সাগরে ভেলা
এটাই জীবনের চলা।
আদি অন্ত সব
করছে কলরব।
জন্ম মৃত্যু দিয়ে
ঐ নিয়তি নিয়ে।
সমাপ্তির এই পাঠ
জগত জোড়া হাট।
আর কেনাবেচা চলে
মনই তাহা বলে।
২৫শে মাঘ,১৪৩০,
ইং ০৮/০২/২০২৪,
বৃহস্পতিবার বেলা ১০:১৬। ২২৭৫, ২০/১০৫, ১০/০২/২০২৪।