অফুরন্ত সম্পদ কাহারও জন্যই নয়
জ্ঞানসম্পদ ধনসম্পদ সীমিত তাই দেখি,
চাইলে পরেই সকল কিছু যায় না পাওয়া
বিশ্বজগৎ দেখে আমরা সবাই তাহা শিখি।
যাহা আছে তাই নিয়ে সুখে থাকতে হবে
অতিরিক্ত চাইলে পরে দুঃখ আসবে নেমে
অল্পতে থাকতে পারলে আসবেই আসবে সুখ
বেশি চেয়ে না পেয়ে ওই পোড়াইওনা মুখ।
সীমাহীন এই অনন্ত জগত কোথায় তাহার সীমা
কেমনে খুঁজবো এই জীবনের নাই যে কোন বিমা?
কত সম্পদ লুকিয়ে আছে ওই অনন্তের মাঝে
কনাও তাহার যায় না পাওয়া এসে সন্ধ্যা সাঁঝে।
৪ঠা অগ্রহায়ণ,১৪৩০,
ইং ২১/১১/২০২৩:
মঙ্গলবার রাত ১:৩৪। ২১৯৭, ১৯/২৫১, ২৪/১১/২০২৩।