সংবাদ ও ওই সাংবাদিকতা
অর্থেই মিডিয়া প্রকট;
বিবেক বুদ্ধি হয়নি সিদ্ধি
লোভে করে ছটফট।
বিবেক বিচার সব খুইয়ে
অর্থদাতা যাহা বলে;
প্রচার মাধ্যমের ঐ লোকেরা
তাদের ইচ্ছায় চলে।
কোনটা ভালো কোনটা মন্দ
বিচারের সময় নাই;
মনের তাগিদ অর্থই কেবল
খুঁজে শুধুই তাই।
প্রচার মাধ্যম বড়ই জটিল
স্বার্থের দক্ষিণ্য বড়;
এমনিভাবে চলতে থাকলে
হবে ধ্বংস অনিবার্য।
সাংবাদিকদের তাই অনুরোধ
চললে বিবেক ছাড়া;
ওই ভবিষ্যতটা হবেই জটিল
কে দেবে তারে নাড়া?
ক্ষণিক লোভে শেষ হবে
ওই বর্তমান ভবিষ্যৎ;
সাংবাদিকরা হতে পারে বন্ধু
এটাই যুগের মত।
আধুনিক জগতে সাংবাদিকতার
মূল্য অনেক বেশি;
আঁধার ঘরে আলো জ্বেলে
হতে পারে শশি।
২০শে চৈত্র ১৪৩০,
ইং ০৩/০৪/২০২৪,
বুধবার সকাল ৮:০৯। ২৩৩২,২০/১৮৯, ৮/০৪/২০২৪।