কদম ফুটিছে গাছে
কেকা ডাকিছে পাশে;
নীল আকাশ তলে
ওই রবি শশী হাসে।
রাধা যমুনার ঘাটে
কৃষ্ণ কদম্ব গাছে
কৌতুকে সখী বৃন্দ
ময়ূরী আনন্দে নাচে।
জগতের যত সুখ
আনন্দে দেখি মুখ;
পরাভয় মানে না
সম্মুখে আছে দুখ।
শিখী মেলে পাখা
কৃষ্ণের মুকুটে আঁকা
আর রাধা বিনোদিনীর
দৃষ্টি যেন বাঁকা।
১৮ই শ্রাবন,১৪৩১,
ইং ০৩/০৮/২০২৪,
শনিবার বেলা ১১:১৫। ২৪৫৪, ২২/৬৮,
০৬/০৮/২০২৪।