নিজের গুরুত্ব বাড়ানোর জন্য
এত চেষ্টা কেন;
অন্যের গুরুত্ব দিলে পরে বাড়ে-
নিজের গুরুত্ব জেনো।
জগৎ জুড়ে নিজের ভাবনা
ব্যক্তি স্বার্থের ফল;
সার্বিক ভাবনা দেশের মঙ্গলে
ঢালে না তো জল।
মানুষ আর ওই মানবতা বোধ
মনুষ্যত্বের চাবিকাঠি;
আর তাহাই যদি হারিয়ে যায়
ধরায় কে জ্বালবে বাতি?
সেই অতীতের পিছনে না ছুটে
এবার ছোট সম্মুখ পানে;
ফলে নবীন প্রজন্ম উপকৃত হবে
বর্তমান প্রজন্মের ওই গানে।
যেই পথটা পেরিয়ে এলাম
তাহার ভাবনা থাক;
অনন্তের পথে চলতে হবে
ফেলে সকল রাগ ঢাক।
অতীতের জ্ঞান যা পেয়েছি
তাহা তো শেষ নয়;
অনন্তের পানে চেয়ে দেখো
আছে আমাদের দায়।
কত অজানা ঐ সম্মুখে পরে
ধাপের শেষ নাই;
পিছন পানে তাকানোর সময়
কেমন করে পাই?
পিছনের দিকে টানছে যারা
তাঁদের ছাড়তে হবে হাত;
তবেই আসবে নতুন ভোর
কাটবে তিমির রাত।
১৩ই পৌষ,১৪৩৯,
ইং ৩০/১২/২০২৩,
শনিবার বেলা ১১:৪২। ২২৩৩,২০/৩৯, ৩১/১২/২০২৩
ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সকল কবি বন্ধুদের।