লজ্জা যদি থাকে কারো
আসবেনা পুজোর চাঁদা চাইতে;
অভয়া যে মারা গেছে
লজ্জা হয় না পুজোর গান গাইতে?
পুজোর চাঁদা দিয়ে এবার
বীরাঙ্গনা অভয়ার স্মৃতি সৌধ গড়ব;
নারী মুক্তির কন্ঠ অভয়া
বিশ্বের মানুষ দিনটা স্মরণ করব।
হাসপাতাল যে দেবালয়
জ্ঞানীরা, পবিত্র স্থান বলে
অপরাধী দোষ স্বীকার করলে
হেথায় মুক্তি পেতে পারে।
সেই পবিত্র স্থানে একজন দেবী
ধর্ষিত ও খুন হলো;
সেই পশুদের শাস্তির জন্য
এবার সবাই আওয়াজ তোলো।
চলবে লড়াই জগৎজুড়ে
মানুষ পশুদের নিকাশের জন্য;
মুক্ত হবে মানব সমাজ
থাকবে শান্তিতে মানব জনারণ্য।
১৯শে ভাদ্র, ১৪৩১,
ইং ০৫/০৯২০২৪,
বৃহস্পতিবার বেলা ১০:৫৮।২৪৮৭, ২২/১৫৬,
০৯/০৯/২০২৪,