বাহ্যিক চোখে যাকে মন্দির বলি
তাহা তো মন্দির নয়;
ব্যক্তি স্বার্থে ওই অর্থ সাধনায়
শোষণের যন্ত্র হয়।
মনের মন্দিরই প্রকৃত মন্দির
অনিষ্টের থাকেনা ভয়;
চেতনা তোমায় দেখাবে পথ
সাধনায় করতে জয়।
এই মন্দির মসজিদ গির্জায়
অকাজের লোকের বাস;
অসংসারী হয়ে সংসারে তারা
ফেলছে নিত্য শ্বাস।
সংসারের মানে বুঝে না তারা
এ কৃচ্ছ সাধনার স্থল;
কঠোর শ্রম না দিতে পারলে
মিলিবে না কোন ফল।
গুরু সেজে মন্দিরে বসে
করে কামনা বাসনা পূরণ
ধর্মীয় মৌলবাদ উৎসাহ দেয়
ফলে মন্দিরের হয় স্ফুরণ।
১৫ই শ্রাবন,১৪৩১,
ইং ৩১/০৭/২০২৪,
বুধবার বেলা ১০:৪৩। ২৪৪৭, ২২/৫৯
৩১/০৭/২০২৪।