তিতাসের বুক শুকিয়ে গেছে তো?
উদাসী অধরা
নৌকা যাবে না গো! ওদিকে যেও না
বালির পসরা।
আকাশ মেঘলা দেখেছি জানো না?
নামে যদি ধারা
অপেক্ষা নীরবে তবু দেখিনি
আকাশের তারা।
ভুলে যেতে চাই বৃষ্টি হারালে
তুমিও হারাবে
যেমন হারায় ধানের চারাটি
অধীর স্বভাবে ।।