ভাসাও
নৌকা ভাসাও
যেদিকে দুচোখ যায়
অন্তঃস্থলের দৃশ্য যেদিকে দাঁড় বায় --
থমকে থাকার চেয়ে ভেসে যাওয়া ভালো
যে ভাসার শেষ নেই সেই দিকে চলো ।
হাওয়ার পানসি কোন  সে সুদূর
দিকভ্রষ্ট নাবিক হয়ে বাঁশি পাতে সুর
খসে যাক বিমর্ষ বালুচর
মুছে যাক মনের আতুড় ঘর
তাকাও--
শুধু সামনে তাকাও
নৌকা ভাসাও।

নাচাও
ডান চোখ নাচাও
দেখি সর্বনাশের নেশা
বদলে দিই এই হাতে জন্মের পাশা।
বাইরের ডাক এলে ভেতর তোলপাড়
বেড়ে যায় বাড়--
সহসা সাহস ঢালে
অশান্ত কণার নিচে শান্ত সহজ
অচেনা নিরুদ্দেশে আরো শত শত গজ।
শৃংখল ভাঙো, পায়ে পড়ে কাঁপুক সময়
অসুখের ডাক যত --না আর নয়
জ্বালাও
হৃদয় জ্বালাও
পুড়ে গেলে কার কি আর হয়!

চালাও
নৌকা চালাও
মন বেতাব শরাবি
মাঝি--ই---ও মাঝি---
টান মারো নৌকা জোরসে চালাও।