শুকনো পাতার নিষেধাজ্ঞা মানি নি--
সদ্য মা হওয়া সজনের গাছ
শিশুরা হাত বাড়িয়েছে
আদুরে আলোতে আমার দোলনায়
টোকা মেরে দিলাম
খিলখিলিয়ে হেসে উঠল কোলে।
আমের মুকুল আঙ্গুল তুলে ডাকলো
নাচতে নাচতে ভেসে গেলাম
কাঁচা আমের পারফিউম
স্প্রে করে বলল--
"এস, তোমায় ভরিয়ে দিই।"
হেসে বললাম-" না, না
একবার নিঃস্ব হতে দাও
সর্বহারাদের সাথে মিশে যাই।"
বসন্তের চোরা চাহনি
স্পর্ধায় ছুটে গেলাম।
এক আঁজলা রক্তাক্ত পলাশ
হাতে তুলে দিয়ে বলল -
"রুদ্র হয়ে ওঠো।"
আমার দ্বারে দ্বারে বেজে উঠলো রুদ্রবীনা
প্রতিবাত ঢালে তখন প্রচন্ড বৃষ্টির শব্দ।