---------------------------------


তোমার নয়নে ছিল অব্যক্ত নয়ন
তোমার প্রশ্বাসে জানি আমার নিয়তি
হৃদয় পড়ার শিল্প তো তোমারই চয়ন
প্রাণে প্রাণে ছোঁয় গভীর প্রতীতি।

গোপনে গোলাপ রাখে পেয়ালার তৃষা
দুঃখের দহন; উপোসী অমাতট
অর্পণ কানায় কানায় বাসনাতে মেশা
কান্নার রক্তাভ দাবি বুক ছটপট।

আগাম শপথ ছিল মহুয়ার মৌ বনে
পাখি দুটি বেঁধেছিল নীল নীড়
ব্রীড়া পেতে জেগেছিল গোধূলির কনে
অরব অন্তরাল এড়িয়েছে ভিড়।

----------------------------------