++++++++++++++++
ছুটছে কলম ঘোড়ার বেগে
সত্যেরই হোক জয়
সত্যান্বেষী কলম ধরো
অস্ত্রের যে নাই ভয়।
সৈনিক তুমি জীবন যুদ্ধে
সঁপেছো প্রাণ মন
হিংসার ছক কলমে নাশো
নিষ্ঠা হোকনা পণ।
স্বপ্নে দেখাও ভাবী সমাজ
দ্বন্দ্ব মন্দ হীন
ক্ষুরের মতো দৃষ্টি হানো
শত্রু ভয়ে ক্ষীণ।
ন্যায়ের পাশে দাঁড়াও তুমি
বট ছায়ার মতো
আগলে রাখো জনম ভূমি
শূন্য বুক ক্ষত।
অসহায়ের তুমি তো বল
তুমিই শক্তি ঢাল
তোমার নয়ন আগুন ঝরায়
পোড়ায় দাবার চাল।
মন্ত্র তুমি বিপ্লব জাগাও
রুশোর মতো ঠিক
অন্ধ কানুন পালটে দিতে
দর্শাও স্বাধীন দিক।
লাল ফিতের বাঁধন খোলো
কালির আঁচড় শ্লোক
মনের আঁধার ঘুচিয়ে গড়ো
নতুন বিশ্ব লোক।
মুক্ত চিন্তায় সৃষ্টির উল্লাস
আলোর উৎস মুখ
প্রতিবাদ বর্ষাও কলম ফলা
শিক্ষায় আনো সুখ।
++++++++++++++++