++++++++++++++++++++++
দেওয়ালের গায়ে আলো আঁধারির চিলতে দুষ্টুমি
অস্ফুট উচ্চারণে ঠোঁট
কাঁচের চুড়ির মতো ক্রিমসন লাল হৃদয়
মূহুর্ত মনের আপ্যায়নে
রিনিঝিনি শব্দের আলাপে অভ্যর্থনা
সারাদিন লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক ভাবনারা
জীবনকে সঁপে দিয়েছে নীরব চোখে
সে এসেছিল সান্নিধ্যের এক্কাগাড়ীতে
অতীত বলয় শোনাচ্ছিল
দীর্ঘ কক্ষপথ ঘামে ইলেকট্রনের ক্লান্তি..
বেশ তো; এবার না হয় অতৃপ্ত বাগিচার
কর্পূরের গন্ধ হয়ে এসো
উদ্বায়ী হয়ে জড়িয়ে থাকবে
যতক্ষণ ইচ্ছে....
++++++++++++++++++++++++