অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল
ছুঁড়ে দিতে চেয়েছিল প্রচন্ড শীত
কি-কি পেয়েছিল?
ছেড়ে আসা বুকের ঘনত্ব মাপেনি
আলো পথ- হৈমন্তী ধান ওম মেখেছিল
অমল তো মাখেনি!
ভাবতে ভাবতে আমিও অমলের সুধা
ঝিঁঝিঁ ডাকা নিশার তোরণ ছুঁতে চেয়ে
প্লাবিত ঘোর ক্ষুধা।
কি যে মানা ছিল ওই গভীরে যাওয়ার
মেঝেয় ঘষে নখ প্রথম বসন্ত ইচ্ছা
চেয়ে না পাওয়ার।
ভোর যে হয়ে এলো! শুনছো তো পায়ের মল?
তুমি কি এখনো চোখ মোছো? শিশিরে!
বলো না অমল!
--------------