বেশ যাও। ফিরবে না?
বুক ভার করি মানা
জানো নাকি ষোল আনা?
মন ছিপ ধরবে না।
খোঁপা জানে, না যে মানে
সুখ লেখা কোনখানে
শ্রুতি হাসে শিষ কানে
দাঁড় বাও কার টানে?
নিশা নেশা জুঁই ব্যথা
ডুব রসে চুপ কথা
কষি আঁক মোটা মাথা
তবে সারি মালা গাঁথা।
ওগো মাঝি হও রাজি
খেয়া ধরো পান সাজি
বোঝো নাকি লালে লাজি
শুধু ফাঁকি দিও না জী।
হাত পাতো রাখি হিয়া
দ্বার খোলো জ্বালি দিয়া।।
----------