🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
গভীর নিশীথে ডাকলে যে অনিরুদ্ধ --
তারাদের দেশ স্বাগত সেলামে হাসে
তমসার ভাষা হয়নি রপ্ত আগে
তমসার ভাষা ধ্যানের নেশায় লাগে
পাঞ্চজন্য বাজছে মহোল্লাসে।
মলিন সিঁড়ির শেষের ধাপে যে অন্ধ --
কেমন সুরায় মাতালে জীর্ণ শ্বাসে?
আলো মরে গেলে ধুলার অস্তরাগে
আলো মরে গেলে অফুরান প্রান জাগে
অধীর শঙ্খে ঝড়ের বার্তা ভাসে ।
অকূলপাথারে ভাগ্যের নির্বন্ধ--
স্থিতধী অরোরা টানছে লাগাম রাশে
আশার অর্চি ফুটল যে মহাভাগে
আশার অর্চি জাগালো মন বিরাগে
নিয়ে চলো তবে আলোকের উচ্ছ্বাসে।
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈