++++++++++++++++++++
আমার অন্তর্মুখীনতায় ভেজার
দায় ছিল না কারো
বুকের ডানে রবীন্দ্রনাথ
বাঁয়ে লেপ্টে রাতজাগা সিঁদুর
হাজিরা দিয়ে অহর্ণিশি
ইজারা নেওয়া ল্যান্ডস্কেপে;
পচা লাশটা কখনো কখনো
জীবন্ত হয়ে উঠতো।
রাফ্লেসিয়া গন্ধ ছড়াতো
প্রকোষ্ঠে সয়ে যাওয়া ক্ষতে;
ঘুলঘুলি দিয়ে আসতো না
জোড়া পায়রার বকবক!
আমার ঘরের শূণ্য ঘরে
মেলেনি মেঘের ছাড়পত্র
ভেসেছিল কাগজের নৌকা
হলুদ ঘাসের সোহাগে
শিরিষ গাছের ক্যানোপিতে
এখনো রেণু আলিঙ্গনে
ভালোলাগার সাঁকোতে
শকুনির বাসা বহুদিন
ভঙ্গিল মন আজীবন
বাস করেছে শবে;
বর্তমানের স্পর্শ লাগে না
নিথর বাতাসের কানে
ভবিষ্যতের কুয়াশায়
প্রাপ্তিরা গেছে ঢেকে
গোলাপহীন এক কবরে
অতন্দ্র প্রহরী আমি।
-------------