************************

এক একটা ঘুম মৃত্যুর টুকরো ছবি
কোজাগরী রাত বুকে
মরণের মহড়া দেখি প্রতিবার
বাসি ঘুমের কষে লেগে থাকা হাসি
পাশ বালিশে তৃপ্ত জঙ্ঘার রতি
কি পার্থক্য জীবিত ও মৃতে?
ঠান্ডা লড়াই এভাবেই হয়তো
প্রশ্বাসের সাথে হারিয়ে যাওয়া নিঃশ্বাসে
ছাই হয়ে যাওয়া শরীর
আর উবে যাওয়া মনে
তবুও সর্পিল পায়চারি; বিনিদ্র টোপাজ!
সময়ের জংলা হৃদয়ে
টোড়ি আর শোনা হবে না---
ঠাঁই নাই এর দেশে।
আঙ্গুলের টোপাজ ফেলে রেখে
যদি হারাই শকুন্তলার মতো
খুঁজে পাবেনা দুষ্মন্ত কোনোদিন..

************************