🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

অস্থির নৌকার মতো সোহাগী সময়
কার কূলে যাবে ভিড়ে কে জানে!
মুক্তা ঝরা হাসি নিয়ে ঠোঁটে
বলবে এসো পৌঁছে দিই ঘাটে।
সুগন্ধ ঢালে পিছলে যায়
আঁকিবুকি জীবনের শ্লেট
অনুকূল বাতাস চেয়েছিলে
পারানি যে মিশে গেছে নীলে।
চলো তো একা একা ডাক দিয়ে
সব জানে নৌকাডুবি মন
তবু পদ্মের মতো ভেসে থেকো
একবার শুধু কিছুক্ষণ।।

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷