🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
কুমড়ো ফালি চাঁদে বরাতি ব্যথার ভর
স্বপ্নমহল মায়া ছন্দে নূপুর পর
আলোর কানেই বাতাস চুপি চুপি
ঝাউয়ের শাখায় পরায় ধূসর টুপি
কলঙ্কের পথে মনের মূর্ছা ঘর।

একলা খাতার অস্বস্তি পিষছে তলার বুক
ফুলকুঁড়ি দলছে পা তবু ভ্রমর মূক
ব্যথার পূরবী কামড়ে হঠাৎ ঠোঁট
ভাবনা কাঁপন নির্ঝরে খায় চোট
শুষ্ক পাতা মর্মরে, বোঝে কি ভুলচুক?
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾