সুদের খেয়ালে ভ্রুক্ষেপ রেখে খোয়ালে দিন যে কত উপাসনা এসো মনের কোণেতে রাখো তুমি দ্রবীভূত।
পূজার থালায় যুবতী ফুলেরা নিবেদিত হতে চায়
কেন বলো তবু বেছে নাও সেরা বাকিরা ঝরে যে হায়
গোপন তত্ত্ব তালাশ করেও শিখাতে পুড়েছে ধীরে বারবার শুধু ডেকেছে তোমায় মাঠে-ঘাটে ফিরে ফিরে
ধ্যানের ভাষায় ডুবতে পারেনি ছোট ডিঙি খানা শেষে
তোমার নামেতে তোমার দ্বারেতে ফিরেছে ছদ্মবেশে।
আসল নকল চেনা হল দায় কত ঈশ্বর দেখে
মহাজ্যোতি কোথা দেখালে হৃদয় নানা দেহে লীন রেখে
আকুল প্রশ্নে টলটল হিয়া উত্তর কাঁপে আকাশে
দৈব বলে যে খুঁজে দেখো তাকে বিলীন তোমার শ্বাসে।