বাঁচতে চাস? নিরুদ্দেশ হয়ে যা।
যেখানে জিংগেল বেলস বাজে শোন্
মেশে সা রে গা মা পা।
ভেঙে দু'টুকরো হবি! আর জড়াস না।
পালা, পালা রে। নির্দোষ মেষ তো তুই
দাঁড়া, বড়দিনের কেকটা নে। প্লেটটা ধুই।
মশাল স্রোত ছোটে, ঘুম হয়ে যা
যেখানে অলিভ খুশবু নেশা
ভেজা মহুয়ার বাসা
দরজাটা দিয়ে দে। একলা ঠিকানা।
বদলে নে মুখোশ, গলার স্বরটাও
নেই বিস্কিট, এক কাপ রেড টি।শার্টটা ছেঁড়া নাও।
সান্তাক্লজ! মিষ্টি সকালটা চা।
ভয় নেই। স্যাকরেড হার্ট পাইন সোফায়
রক্ত! বুকের ভেতর ঘা!
মন কয়েদি কাছে আয়। আর নয় সাজা।
গোশালা ডাকে.. মেরি ক্রিসমাস ট্রি
বিসমিল্লা হোক। হাঁফ ছেড়ে বাঁচ। এবার তো ফ্রি।
----------------
মেরি ক্রিসমাস।
বড়দিনের একরাশ শুভেচ্ছা সকল কবি বন্ধুকে।
সম্প্রীতি সিক্ত হোক প্রতিটি মন।
ধন্যবাদ।।