যে রক্তে গো মিশে ছিল জীবন মরিয়া
তার রঙ আমি চিনি শোনো শাহরিয়া
যে জলের মর্মরে ঐ কালের ফোয়ারা
উত্যক্ত ঊর্মির  নামে লিখে দিলে পিয়া।

কি ছন্দে চঞ্চল ঘ্রান পাপিয়ার হিয়া!
হে পথিক, চেয়ে দেখো কি প্রবল গতি
অস্তিত্ব ভাসান দিয়ে ভাসে বাতাসিয়া
যুগে যুগে হৃদয়েতে হৃদয় বসতি ।

কাল ছিলে আজ আছো জয়ী অন্তরাল
রেখে গেছো তরঙ্গের অবিশ্রান্ত খেলা
অতৃপ্ত বাসনা নিয়ে বোনো মায়াজাল
কেড়ে নিয়ে কেন দিলে ছায়া শেষ বেলা?

উদ্দাম আলোর স্পর্শে পূর্ণ হল প্রাণ
মুছে গেছে কাল বেলা ফেলে অভিমান।


আজ 23 ফেব্রুয়ারী আমার প্রিয় কবি কীটসের মহাপ্রয়াণ দিবস।তাঁর প্রতি এ পাগলির প্রেম অবিচ্ছেদ্য। সেই প্রেমের অংশটুকু তুলে ধরার চেষ্টা করলাম। ভুল হলে ক্ষমা করবেন।