মরু বুকে রেখেছিলে ক্ষয়িষ্ণু খেলাপ
গোপনে তো সেধেছিলে বিলাপের আলাপ
কত মরীচিকা একা হয়ে গেছি পার
ধুলো ঝড়, চোখে বালি কেন বার বার?
আশিয়ানা খুঁজে ফেরে বাসনার কলাপ
কোন চোখে ঝড়ে ভাঙ্গা বৃষ্টির প্রলাপ?
সে প্রলাপে ডাক ছিল সাড়া নেই তবু
তমসার তলানিতে বাতি নিভু নিভু
ভোর কবে চলে গেছে শয়নেতে সন্ধ্যা,
কোন প্রেমে রেখে গেছি নিজেকেই বন্ধ্যা?
পায়ে পায়ে চলা পথ বদলায় খুশবু
পালনের পহেলিতে উপোসী নিরম্বু।
প্রতি পাশা চাল দেয় নির্ভুল কিভাবে?
বাজি যার হেরে যায় প্রসন্নের ভাবে
হয়তো সে প্রহেলিকা সে আমার নয়
শুধু ছিঁড়ে, ছিঁড়ে যায় মালা গাঁথা জয়।
দীনতার ক্ষমা নেই অশ্রুর অভাবে
বিধুর সে শোভা যেন আনমনা স্বভাবে।