পয়গাম

তুমি যে কে ছিলে আমার --
কতদিন ডাংগুলি
ঝাল মুড়ি অলি গলি
আজ জমে গেছে পলি
তবু খুঁজি হারানো সুর আবার ।

হাতছানি দিয়ে যায় খেলা
নেমে আসে আঁধারের বেলা
অস্থির মৌচাকের মতো
ভেঙে দেয় দিবানিশি ব্রত
রক্তে মজে বিরহী ক্ষত
শুধু জেগে থাকে এক পথ চলা ।

শিশিরের শরিক হয়ে ঘাসের
খেয়ালী সে রং মুছে ফেলি,
বাসনার ছোপ ধরা আকাশের
রুপ ছেনে দেখো চোখ মেলি
মনে কর তোমার আহেলি
খোঁপা যার স্পর্শে চামেলী
ঋণ নিয়ে বৈরাগী বাতাসের
ভাটাতে গন্ধ টুকু ঢালি।

আজো একলা ট্রাম লাইন
শুধু মেনে চলে বেলাগাম
শিরিষের ঝরা পাতার আইন
কখনো চাওনি তো কিছু আগাম
তাই রেখে গেছি পয়গাম -
প্রথম ছোঁয়ার ফাইন
ছড়ানো হাসির সিকুইন
আর.. উঁঁহু হল না
পহেলা সাক্ষী পাইন।