সরো একটু মেঘের খেয়া, গভীরে দিই লাবডুব
মেঘলা তুলোট কাগজ পেয়ে তারিফ হলে খুশ খুব।

ঝিনুক হয়তো পেতে পারি! কেয়াবাত হ্যায় মেঘপুর
বৃষ্টি পানা মিহিদানা গালের পরে নয় দূর।

মুক্তা লুকোয় মুচকি হেসে ঘাড় হেলিয়ে চুপ চুপ
ঝরবে নাকি তুমি আবার হিমেল হাওয়ায় টুপটুপ।

আমায় পেয়ে চমকে গেলে? আমোদ করো শৈবাল
মুঠোয় দেখো মেঘের কলম ফিরবে এবার ইকবাল।।
           -------------------