দাবার ছকের ওপর ধ্যানমগ্ন জীবন
ভাগ্যের পাল্টা চাল ;
অবাধ্যতা
নৃত্যরত নিরাময়লোক;
ভবঘুরে কামনার দৃশ্যান্তর
মুক্তির কুচকাওয়াজে
এক বাগিচা বদান্যতা।
হাতের মুঠোয় ঔদ্ধত্য
পেশীতে প্রত্যয়ের চিতা
চোখে নিশাচরের জ্যোতি
বয়কট বেশরম সংক্রান্তি
কিছুটা নিরাকার ইস্তাহারের অভিবাদন
প্রত্যাহার কেন বয়োবৃদ্ধ সহসার সাধন?
শুধু কি একটা ফুঁয়ে নিভে যায় --
সৃষ্টির কারণ?
অলৌকিক সমাপতন!
দধীচির হলুদ হাড়েও ছিল বিদ্যুতের নিসর্গ
তবে কেন থেমে যাও
শীর্ণ শিরায় সবুজের অভিযান ?
যদি শূন্যতার কিরীট হতে পারো
তবে কেন নয় আলোর কৌপিন?
পুরনো দোলাচল পথ শেষ
না আর নয় ভয়
চলো পাহাড় টানছে স্বপ্ন, দৃঢ়তায় শৌখিন ।