❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
শিঞ্জিনী বেজে ওঠে কচি ঘাসে
রূপকথার নস্টালজিয়া
আরব্য রজনীর উদ্গারে;
উত্তাল শিশুবেলার ভূমিকা
উচ্চারণে হামাগুড়ি দেয়
মা,মা শব্দে পথ হাঁটে
কৌতূহলী দৃষ্টি ক্রমশঃ
প্রৌঢ়ত্বের আবছা কাঁচে
কুয়াশা সরায় ওয়াইপারে
আমৃত্যু অনায়াস লোচন
ফাঁকি দেওয়ার তাগিদ খোঁজে না,
উল্লাসী মুখ প্রতিবার
ফিরে যায় ঊর্ণনাভে
দুহাত বাড়িয়ে ছুঁতে চায়
প্রতিহত স্মৃতির দামাল দাওয়া।
                                
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️