টুকরো মেঘে ঘুরছি কেবল
ছোট্ট তারা ছুঁই
ইচ্ছে ডানা হঠাৎ শিশির
ঘাসের ওপর শুই।

অথৈ হিয়ার তলায় শুধু
গভীর ফাঁকির ছাপ
ফুরোয় কালি বিষাদ কলম
নষ্ট দুপুর ধাপ।

কুঁড়ি বুকে প্রথম দেখা
ভরসা বারো মাস
তবু কখন শরৎ শোনে
ব্যথায় দোদুল কাশ।

বেলা শেষে ক্লান্ত বিমান
খোঁজে আঙ্গুর চর
সাজার পালা তুলির টানে
কলজে জাদু ঘর।