**************************
আবার সিলিংয়ে উঠেছ?
কতোবার বারন করেছি।
তোমার ওই একই বাতিক
একটু ধুলো পড়ুক না। ক্ষতি কি?
এত গোছগাছ করো না তো।
কেয়ারি করা ফুলের মতো মনে হয়।
তার চেয়ে অগোছালো থাকো
যেমন থাকে এলোমেলো মেঘ
ও জানে কোথায় ভেসে থাকলে
আকাশ আরো নীলাভ হয়।
তোমার হাতে ধুলো, আমারও
মোছো না তো। থাক পুরোনো অ্যালবামেও।
তুমি যখন সব ধুলো ফোয়ারায় ধুয়ে দাও
আমি তখন মাটি-মাখা ধুলো
জমিয়ে রাখি শরীরের খাঁজে খাঁজে
একটু অভ্যাস করে রাখি আর কি
ধুলোতেই যে মিশে যেতে হবে।।
**************************