+++++++++++++++++++

যদি পিছু ফিরি
অযাচিত দিবাবসান..
অপরাহ্ণের গ্লানি
স্বাভাবিক মমত্বের আকর্ষণে।
স্মৃতিপটের পান্থশালায়
জীবনের মাঠ, নদী, পাহাড়..
ছুটে যায় জলছবি
খাদের কিনারে!
পথিকের রাতে ডোবা অবসর
এঁকে যায় ক্যানভাসে
কালোর কুহক।

+++++++++++++++++++++