হলদে পাখির পালক ছড়িয়ে আছে
চারদিকে ইতঃস্তত গল্পস্বল্প ওড়ে
পাকদন্ডী বেয়ে ছেলেবেলা নেমে গেছে
নাকুগামা খুব দূরে অল্প মনে পড়ে।
মাকু কেড়ে নিয়েছিল কয়েকটা দিন।
তার হাত ধরে হেঁটে গেছি চুপচাপ
ধুলো ঝাড়া অ্যালবামে স্মৃতি অমলিন
দিন দুপুরে শৈশব ফেলে যায় ছাপ।
চিচিং ফাঁক আজও আড়ালেতে ডাকে
যে যাই বলুক ছুটে যাই কাছাকাছি
বাঁশের ফুলেরা ফুটে আছে ফাঁকে ফাঁকে
বাতাস বাড়ির শূণ্যে ধরে থাকি কাছি।
পদীপিসির বাক্সটা খুঁজেছি অতলে
তোমরাও এসো খোঁজো যদি কথা বলে।
আজ ২৬শে ফেব্রুয়ারি। সাহিত্যিক লীলা মজুমদারের জন্মদিন।যার হাত ধরে কল্পনার জগতে প্রবেশ আজ তাঁর প্রতি আমার শ্রদ্ধামিশ্রিত অর্ঘ্য।পড়লে খুশি হবো।