শরীর খুলে দিলাম। বেশ হালকা!
ছুঁয়ে দিলাম ঠোঁট । দিন রাত জাগবো!
সূক্ষ্ম মসলিনের মত আঙুলে গলবো!
মোম ক্ষয়ে গেছে । গভীরতা অতৃপ্ত
বড্ড কষ্ট হচ্ছে।যাব না, ছেড়ে দাও
কাঁধ ঝাঁকিয়ে দিলাম বিষাদ বাতাসে
চারদিকে ধোঁয়া দমবন্ধ হয়ে আসছে..
আঙুলে আঙুল লেগেছিল এতদিন
আজ শুধুই পরম শূন্য উষ্ণতা
ধরে রাখ না নিভে যাওয়া শিখা
যেমন জড়িয়ে আছিস বেনারসী?
মালকোষ গাইবি? প্রিয় সেই
ভীমসেন যোশীর মত। আমার কি শুনতে নেই?
আর একটু, কৃপণ সময় ! সত্যি বলছি
চলে যাব নিষেধের দেশে
চোখ মুছিয়ে চোখের জলে ভেসে
ফাঁকা লাগছে ঠিক যেন দশত (মরুভূমি)
রেখে গেলাম এখানেই বেহে়শত ।।
-------------