চোখ দুটো খোলা রেখো
মাঝে মাঝে ডুব দিয়ে যাব
একচোখে আঁকা টিটিকাকা
ওটাওতো বৈকাল রেখা
নিখোঁজ গভীরে নিজেকে হারাবো।
খুঁজে নেব আঁতিপাতি
চলো যাই মুক্তা কুড়াবো
বলো কেমন ডুবুরী পেলে
নীলকাশ জলে মিশে গেলে
নীলে নীলে আরো হলো যে নীলাভ।
পিপাসায় ছটফটে
চাতকের বুক ভরে দেব।
পথ চিনে অচীন অতলে
আঁজলা আঁজলা মিঠে জলে
মরু রোদ আমি তৃষ্ণা মেটাবো।
থুতনিতে হাত রেখে
চুপ করে কি যে এত ভাবো!
আমি বুঝি চলে গেলে ভালো?
রাত দেবে জোনাকির আলো
ভেবে নিও কিন্তু ঠিক জ্বালাবো।
কিছু নেই মনে রেখো
শুধু উত্তাপ দিয়ে সাজাব
পিপাসায় কাতর চোখেরা
দেখবে যে সাক্ষী সবেরা
দীপ্ত পেশীতে বলাকা ওড়াব।
একদিন বসন্ত এলো
চোখে চোখ খুলে গেল।
হুহু হুহু বুক দুরু দুরু
মনে হল অশান্তি শুরু
পিহু,পিহু কাঁহা পিহু কাঁহা পিহু।
আরো কত দল এলো গেল
বলো কিভাবে ভোলাব?
পান্না সবুজ স্বচ্ছ বুকে
ডুবে গেল ওরা কোন সুখে
ওঃ ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো ।
ক্লান্তির রেখা দিলে মুছে
সুডৌল স্বপ্নে রাই
এলো কত যে নদীর উচ্ছ্বাস
আঙ্গারা, তুরকা, সরমা, চিকোই
দাও ভিজিয়ে একটু ভিজে যাই।
তেতেছি, পুড়েছি, জ্বলেছি গো
আমি উষ্ণ প্রস্রবন
দু হাতে ঐ আরাম ফোয়ারা
ঢালো , ঝুমঝুম নিক্কণ
যেতে হবে ছাড়ো, এবার যে যাবো ।
তোমার দু চোখে বন্যা নামছে
আমিও ঝাপসা হতাশ কুয়াশা
দাও মুছে দিই বিরহের ধারা
তোমার সলাজ জলজ গন্ধ
ছেড়ে গেলে আমিও যে মনি হারা।
যেতে দাও, পেছনে ডেকো না
আর না, আর না, না বোলো না
এখনো পৃথিবী উষ্ণতা চায়
আবার আসবো সুশীল নীড়েতে
শান্তি নিবিড়ে একটু ঘুমোতে।
জ্বর কমে গেছে;
ঠান্ডা শরীর -
তুমি যে বললে হেসে
যদি আবার ও আসে-
ঠিক আসবো ফিরে ।
শুধু--
শুধু তুমি চোখ খুলে রেখো।