হৃদয় লাল বটফল পথে বাঁক।
ঈশানে অপলক নেশা
জোছনায় জুতসই বালুর কলোনি
পায়ে-পায়ে টায়ার লাঠিতে চালিয়ে..
ছুট! দে ছুট!
কোথায়? কোথায়?
উজবুক শহরের তল্লাট ফেলে বাউলের বিলে
নীলিমায় তখন বাসা বাঁধা মৌসুমের রং
ঘাড়ের ওপর ওম মাখা কালো ছোপ
হলুদ ঠোঁটের ওপার থেকে মুক্তির ভাষা
কপালে চন্দনের ফোঁটা যোগিনীর মত
জেগে থাকা বুকের টলটলে জলে
শূন্যে আঁকা মোজেইকের আশ্চর্য ছায়া
ডাঁয়ে বাঁয়ে সরে সরে হঠাৎ এক ঝাঁক…
সোহাগী ডাইভে জল শরীর
ঊর্মি মন অনুরণন
জাফরানি পায়ে জলচুড়ি তোড়া
ছপ ছপ শব্দে দাঁড় টানে চন্দ্রবোড়া
ঠোঁটের আদরে একজোড়া শোলের পোনা
আচমকা হোভারিং মেঘছানা ছুঁয়ে ছুঁয়ে
শূন্যে! মহাশূন্যে....
         -------------------