ঘুরিয়ে ঘাড় সুর্মা টানা চোখে
হোক না দেখা একা বৃষ্টির রাতে
ঘাসের বুকে ধর্ণা শ্রাবণ প্রাতে
ডালিম গালে সবুজ জিয়া মাতে।
এলিয়ে পড়া বেনীর সপাট ফিতে
চোখ পাকিয়ে, ফুটল চেনা কাঁটা
মিষ্টি ভূষায় উচ্ছে কথার বাটা
বড্ড পিছল জীবন পথে হাঁটা।
আপন কি পর অনেক দূরে দূরে
অশ্রু গলা চাপে ব্যথার দলা
অনেক ছিল রইল বাকি বলা
মলিন তৃষ্ণায় আতুর বুকের তলা।
----------------