🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ভাঙ্গা কাঁচে রক্তের ফোঁটা
টুকরো টুকরো গ্রামের রুধির
দশ মাস দশ দিন
জমছে, জমছে নিশ্চিহ্ন সময়ে
ভেঙে গেছে তুলসীর নিদ্রা
বাস্তু সাপটা শিরীষের কন্দর খোঁজে
মেঠো ইঁদুর লুকানো ধানের উপর
লুটিয়ে পড়ে কান্নায়
পৌষের ধান কাটা খটখটে শরীরে
প্রযুক্তির ধর্ষণের শব্দ
ঘাস শিশিরের দাম্পত্য
দেয় অচিন দেশে পাড়ি
যেমন শুক শারি ভুলে গেছে
রূপকথার অরণ্য সফর
শালুক পুকুরের পাড়ে
সজনের শুঁয়োপোকা প্রচন্ড গতিতে
মেটামরফোসিস পল আসন্ন
পেপার হাতে পিসেমশাই
প্রতিরোধে বলেন 'আন্দোলন'
মুহূর্তের ছবি হয়ে যায় দাওয়া
সম্পর্কের মাইলস্টোন নাড়ী ছেঁড়ে
জীবিকার ব্যর্থ হেঁটে চলা
ধরা দেয় মহুয়ার নেশায়
অসময়ের বৃষ্টিতে ঝরে পড়ে
খড়ের চালের ব্যথা
কি যে হারালাম!
ছাপান্ন ইঞ্চি চওড়া বুক
এইট প্যাকস এর লোভ
সেই বেদনার শতরঞ্জিতে
স্নিকার পায়ে দৌড়ায় দিগন্ত ছুঁয়ে...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹