গহীন রাত্রির চিহ্ন
অচিনে মিশিয়ে
হাসির ফোঁটায় সুখ
কপালে লিখিয়ে
ভালোবাসার সুর দাও, দাও শিখিয়ে
দাও জীবন রঙের ছন্দ
ঘোচাও হতাশা দ্বন্দ্ব।
হে ঋত্বিক , নববর্ষ
কালের দিশারী হর্ষ
খোলো নবীনের দ্বার
তুমি যে সত্যের ঝংকার
তুমি মৈত্রীর মাধুরী
ছড়াও প্রীতি দুর্গম গিরি
মরু ,কান্তার, আসমুদ্র হিমাচল
আলোর প্রবাহে অবিচল।
এসো জয়ের মাল্যে
শান্তি প্রলেপে
মঙ্গল ঘট আলতা আলেপে
কুলায় প্রদীপ প্রফুল্লে
এসো হে সাম্যের সাগ্নিক --
বিস্ময় বিমুগ্ধ, করো প্রেমেতে ঋদ্ধ
বিশ্বেরে কর ত্রাণ
নিভিয়ে চোখের অনন্ত ব্যবধান।
হে নববর্ষ--
ঢালবো শিশির সকল জ্বালায়
সাজাবো আজকে মধুর খেলায়
স্বাগত তোমায় বরণ ডালায়
দোলাবো হৃদয় মিলন মেলায়
অনুরাগের স্পর্শ
এসো --
এসো হে নববর্ষ।