সোনা ঝরা দিনে
স্নেহ মন ফিরে আয় জন্ম জমিনে
ঘুরে ঘুরে পাড়ি দিস কোথা একা মেঘ সঙ্গী খোঁজা বৃথা
কথার মর্মর রেখে শাখে শাখে ছন্দ কল্লোলিনী
শুধু ইচ্ছে হয় মুক্তি টুকু কিনি।
রুদ্ধ অভিমানে
বন্ধ দ্বার শুয়ে আছে স্মৃতি শুধু টানে
দিলখুশ দুষ্টু হেসে পাতা ফেলে গেছে কবিতার খাতা
ছায়া তৃপ্ত রাতে কানে কানে কানাকানি
ঘুম নেই চোখে নয়নের মণি।