শব্দের কম্পন চেনার তুরীয় আনন্দ
শীত ফেলে বসেছিল মধ্য দুপুরে
এক একটা পাথরের খাঁজ
খড় কুটোর মত জাপটে
খুব চেষ্টা ঠিক উঠবে উৎসে
এ ঢাল ও ঢাল ছুঁয়ে
মেঘ তখন বুক পেতে
দিয়ে যাচ্ছিল নেশা চরা গন্ধ।
হামাগুড়ি দিয়ে ফিরে গিয়ে
তরল জমাটহীন গুহা,
আদিম জলের খোঁজে
পাঁচটা রাত শুধু ডুব সাঁতার
অবয়বের দাবি নিয়ে
দাঁড়িয়ে আছে বেসাহারা ফেস্টুন।