ঠেকানো গেল না
সোঁদা গন্ধ শুঁকতে শুঁকতে
কাল নাগিনীর নিঃশ্বাস
পড়ল ঘাসের ওপর...
নীল বিষে গড়ে ওঠা পথ
গ্ৰাম ছুঁয়েছে দাহে।
অজগরটা গিলে ফেলছে
স্নিগ্ধ বটের ছায়া
সবুজ বাগের ঝিলে
সারসটা চকিতে তাকাল
বিপদের ঘ্রানে উড়ে গেল দূরে।
কাক শকুনি কল্লোলে
নতুন একটা ভাগাড় হবে..
আস্তাকুঁড় উড়ছে বাতাসে
অবিন্যস্ত সকাল চায়ের দোকানে।
না ঠেকানো গেল না
সুষুম্মা ঋজু রাখা গেল না আর
ফোঁপানিরা গ্ৰামের শবদেহ কাঁধে
শ্মশানের দ্বারে,চিতা বাঁধে
শুধু অস্থি ভস্ম হাওয়ায়
বুকের গভীরতা ছুঁয়ে থাকে।
--------------