জানো প্রসূনে সাজাব তোমায়
    আনবো পল্লব ছায়া
ভুলে গেছি জন্মদিন কোমায়
    বলো, সবই মায়া।
তোমার যত অপমান আছে
   দাও, কোরো না হায়া
  তোমার যত দুঃখ আছে
     দাও, শুকিয়ো না কায়া।
আমায় চিনতে পারছো তুমি?
   আমি তোমার জায়া
   অশ্রু মুছে দিলাম আমি
       নির্জনে চার পায়া।
           -----++++++-----