কষ বেয়ে ফোঁটায় পল
ভুলে গেছো তুমি ঈশ্বর
শব্দের রাত নেই দিন নেই
ফুটপাত রাতদিন
শীত ঘুম দেয় ডুব লেপহীন
ঘিঞ্জি একসাথে কতজন..
ভরাতে কি পারোনা?বস্তি মন!
তোমার বুকের নিচে ঠিক ডানদিকে
হৃদয়হীন অবরোধ
ফ্রিজ হায় মাথার ত্রিপল
ডাস্টবিন উপচে ম্যালেরিয়া জল
ভাঙ্গা কাপ ছেঁড়া খোয়াব
নাকে মুখে ধ্যাবড়ানো সর্দি
আমরা স্বাধীন এখনো ভোট দিই।
         -------------