নীড়ে শিশু রেখে উড়ে যায় যদি মা
কোনরূপ টানে ছোটে নদী মোহনা!
কোন শখে কোন বাগিচার বাহানা?
কোন ছেঁড়া মেঘে শেষে মজে সাহানা!

কারো হিয়া জ্বেলে সুখে দিলে ফাঁকি যে
পোড়ে দেখি মন ধোঁয়া নেভায় গো কে
ভুল সে তো ছিল আলো ভরা আড়ালে
টলটল জল ছাপে দু নয়নে রে।

জমে দুধ বুকে ভিজে কোল রুমাল
এমন মা চায় যে কে বল ওরে কাঙ্গাল
কেঁদে কেঁদে ভয়ে ঘুম যেই বহাল
'আয় সোনা' ডাক শোনে মা'র আকাল।।
            ---------------