⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
অনেক বছর হয়ে গেছে
পুরনো তারাদের দেখিনি
কতদিন দেখিনি মাদুর বিছিয়ে
আকাশের ছাদে তাদের বৈঠক
ওরা যখন নেচে বেড়াতো
জোনাকিদের কারুকাজের মত
মনে হতো পৃথিবীর জনসংখ্যা ছাপিয়ে
ওরা যুগ যুগ অগণিত।
তারপর একদিন ...
আকাশগঙ্গার মস্ত জগত থেকে
হাওয়া ছুঁয়ে ছুঁয়ে পড়ে গেল এক তারা
চিতার মতো জ্বলতে জ্বলতে
চিৎকার করে বলল "বাঁচাও..."
ছুটে গেলাম.. কিন্তু কোথায়?
শোকে তারারা নাচ ভুলে গেল
আমিও তো মা চোখ তুলতে পারিনি
ওরা যে অমর নয় মানুষেরই মতো
যেমন শবদেহ দেখে শুভ বলে সকলে
তারাখসাও নাকি তেমন ।
মা, আমি তারা হতে চাই না।।
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ ------